‘নিরাপদহীন সিলিন্ডার ব্যবহারে বার বার অগ্নিকান্ড’
- সংবাদ প্রকাশের সময় : ১২:৩৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১১৭ বার পড়া হয়েছে
রাজধানীর বেইলি রোডস্থ কাচ্চি ভাই রেস্টুরেন্টে অগ্নিকান্ডের ঘটনায় ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমাবেদনা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, অনিয়ন্ত্রত ও নিরাপদহীন গ্যাস সিলিন্ডার ব্যবহারে বার বার ঘটছে অগ্নিকান্ড। এসব ঘটনায় ঘটছে ব্যাপক প্রাণহানি। তারপরও গ্যাস সিলিন্ডার ও বৈদ্যতিক সরঞ্জাম ব্যবহারে সর্তকতার অভাব দেখা যাচ্ছে। যা খুবই দূঃখজনক।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে বেইলি রোড এলাকায় সংগঠিত অগ্নিকান্ডের ঘটনায় ৪৫ জনের মৃত্যুতে শোকবার্তায় এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।
এসব ঘটনায় দায়িত্বশীলদের অবহেলাও পরিলক্ষিত হচ্ছে উল্লেখ করে শোকবার্তায় রওশন এরশাদ বলেছেন, অবিলম্বে বেইলি রোডের আগুনের ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে। তিনি বলেন, তবেই হয়তো কমে আসবে দায়িত্ব অবহেলাজনিত ও অসর্তকতার কারণে অগ্নিকান্ডের ঘটনা। বেঁচে যাবে অসংখ্য প্রাণ।
এসময় বেগম রওশন এরশাদ একই পরিবারের মা মেয়ের মৃত্যুর কথা উল্লেখ করে গভীর সমবেদনা ও দূঃখ প্রকাশ করেন। তিনি বলেন, হয়তো অধিক মুনাফার জন্য সামান্য খরচ বাঁচাতে গিয়ে বড় ধরনের অবহেলার কারনে একটি পরিবার আজ নিঃশেষ হয়ে গেলো। ঘটলো অসংখ্য প্রাণহানি। যা কিছুতেই মেনে নেয়া যায় না। তাই মানবিক বিবেচনায় বেইলি রোডের অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে আর্থিক সহযোগিতা আহবান জানান সাবেক এই বিরোধী দলীয় নেতা। পাশাপাশি কাচ্চিভাই রেস্টুরেন্টের অগ্নিকান্ডে সংশ্লিষ্ট প্রশাসনিক অবহেলা থাকলে, তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান রওশন এরশাদ।
একই শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনূর রশিদ রাজধানীর বেইলি রোড এলাকায় অবস্থিত কাচ্চিভাইখ্যাত প্রসিদ্ধ বিরিয়ানি প্রস্তুতকারক রেস্টুরেন্টে আগুনের ঘটনায় ৪৫ জনের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দূঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, অগ্নিকান্ডের সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করতে হবে। নতুবা আবারও এমন ঘটনার আশঙ্কা থেকে যায়।