সংবাদ শিরোনাম ::
নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে বাস খাদে, নিহত ৪৫
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
যাত্রীবাহী একটি বাস সেতু থেকে ১৬৫ ফুট নিচে খাদে পড়ে যায়। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় চালকসহ ৪৫ যাত্রীর মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় বেঁচে ফেরে ৮ বছরের একটি কন্যা শিশু।
বৃহস্পতিবার (২৮ মার্চ)দক্ষিণ আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের লিম্পোপো রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রেলিংয়ে ধাক্কা লাগে। এরপর বাসটি সেতু থেকে নিচে পড়ে যায়।
সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বতসোয়ানার রাজধানী গাবোরোন থেকে তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মরিয়া শহরে ইস্টার সানডের একটি অনুষ্ঠানে যাচ্ছিল। পথে এমমা মাতলাকালা পর্বত গিরিপথে সেতুতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর বাসটি খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর দেশটির পরিবহনমন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।