নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৩:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে তার।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, রক্তসহ প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
সবশেষ চলতি মাসের ৮ জুলাই ভোরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্সে গুলশানের বাসভবন থেকে খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হয়।
এর আগে ২২ জুন মাঝরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ২৩ জুন বেগম খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ২ জুলাই চিকিৎসা শেষে গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া।
৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া ফুসফুস, হৃদরোগ,আর্থ্রাইটিস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।