নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ফুলবাড়ীতে বাজার মনিটরিং
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ ৩৯ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সারাদেশে টাস্কর্ফোস গঠন করা হয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের ফুলবাড়ীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।
মঙ্গলবার (১৫ অক্টোবর)দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্দেশনায় ফুলবাড়ী পৌর শহরে এ বাজার মনিটরিং করেন তিনি।
এসময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর সেনেটারি ইনসপেক্টর পলাশ সরকার।
এ সময় ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টাঙানোসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় ও বিক্রয়ের চালান রশিদ খতিয়ে দেখা হয়। মূল্য তালিকা সংরক্ষণ না করায় কিছু প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও পৌর প্রশাসক মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ব্যবসায়ীদের বেশি দামে পণ্য বিক্রি না করতে, মৌখিকভাবেও সতর্ক করা হয়েছে। কেউ যদি সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।