নাশকতার মামলায় বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৩:০৩ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
নড়াইল আদালতের জেলা ও দায়রা জজ আলমাচ হোসেন মৃধা হাইকোর্টের আগাম জামিনে থাকা বিএনপি ও অঙ্গসংগঠনের ১২ নেতাকর্মীকে মামলার অপরাধ বিবেচনায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে নড়াইল আদালতে নতুন করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করে।
জানা গেছে, গত সংসদ নির্বাচনের ৩১ অক্টোবর একটি নাশকতার মামলায় হাইকোর্ট থেকে ৪২ দিনের আগাম জামিনে ছিলেন বিএনপির নেতাকর্মীরা। জামিনের শেষ দিন ছিলো ৩ এপ্রিল। কারাগারে প্রেরণকারীরা হলেন- সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম পলাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিবাবুর রহমান শিহাব, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিকুর রহমান বাচ্চু সহ ১২ নেতাকর্মী।