নাম ধরে ডাকায় ছুরিকাঘাতে বন্ধুকে হত্যা
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫৫:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৭৮ বার পড়া হয়েছে
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ২নম্বর ওয়ার্ডের কামলারটেক বাজারের তুচ্ছ ঘটনায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম- জাহিদুল ইসলাম ওরফে রিয়াজ (২০)। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে। তার নামমনির হোসেন (১৮)।
নিহত জাহিদুল ইসলাম ওরফে রিয়াজ (২০) উপজেলার ২নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবপুর গ্রামের ওয়ারিশ হাজী বাড়ির হারুনুর রশীদ ওরফে কালামিয়ার ছেলে।
মঙ্গলবার (১৮ জুন) রাত পৌনে ৮টার দিকে বেগমগঞ্জ উপজেলার ২নম্বর ওয়ার্ডের কামলারটেক বাজারের হাশেমের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মো.রিয়াজকে (২০) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
জানা গেছে, ভিকটিম জাহিদুল ও আটক রিয়াজ প্রতিবেশী এবং একসাথে চলাফেরা করতো। ভিকটিমের সাথে ৪-৫ দিন আগে আসামি রিয়াজের খেলাধুলা নিয়ে কথাকাটাকাটি হয়। মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যায় জাহিদুল তার কয়েকজন বন্ধুসহ স্থানীয় কামলারটেক বাজারের হাশেমের চা দোকানের সামনে আড্ডা দিচ্ছিলো। ওই সময় কিশোর গ্যাং সদস্য বখাটে রিয়াজ তার কয়েকজন সাঙ্গপাঙ্গসহ জাহিদুলের উপর হামলা চালায়। একপর্যায়ে তার বুকে ছুরিকাঘাত করলে সে ঘটনাস্থলেই মারা যায়। তাকে বাঁচাতে তার বন্ধু মনির এগিয়ে এলে তাকেও গুরুত্বর জখম করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুলকে মৃত ঘোষণা করে। আহত মনির ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের সার্জিক্যাল ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বেগমগঞ্জ থানার ওসি মো.আনোয়ারুল ইসলাম এর সত্যা নিশ্চিত করে বলেন, তারা পরস্পর বন্ধু ছিলো। নিহত জাহিদুল আসামি রিয়াজকে নাম ধরে ডাকে। তখন আসামি রিয়াজ ভিকটিমকে বলে আমি কি তোর ছোট নাকি। এ নিয়েকথাকাটাকাটির একপর্যায়ে তাকে ছুরিকাঘাতে করলে ভিকটিম ঘটনাস্থলেই মারা যায়।