সংবাদ শিরোনাম ::
নামাজ শেষে বাড়ী ফেরার পথে বৃদ্ধের মৃত্যু
সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪ ৫৬ বার পড়া হয়েছে
মসজিদ থেকে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় হাবিবুল্লাহ (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ৬টার দিকে জয়পুরহাট শহরের বামনপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুল্লাহ (৮০) সদর উপজেলার বামনপুর চারমাথা দত্তপাড়া এলাকার মৃত মুনছের আলীর ছেলে। জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবির এর সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে,ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী হ্যারিটাজ পরিবহন নামক বাস জয়পুরহাট হিলি বাইপাস দিয়ে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। অপরদিকে হিলি থেকে ঢাকাগামী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি নৈশ বাসের সংঘর্ষে বাসের ঘটনাস্থলেই পথচারী হাবিবুল্লাহের মৃত্যু হয়।
জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি হুমায়ুন কবীর বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।