সংবাদ শিরোনাম ::
নামাজ পড়ে সাইকেল উপহার পেলো শিশুরা
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪ ৪৬ বার পড়া হয়েছে
মসজিদে এসে নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে বাইসাইকেলসহ নানা উপহার পেয়েছে পাবনা শহরের গোবিন্দা গ্রামের শিশুরা। শুক্রবার (১২ জুলাই) গোবিন্দা দেওয়ান বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে শতাধিক মুসুল্লির উপস্থিতিতে শিশুদের মাঝে এসব উপহার তুলে দেয়া হয়।
নিয়মিত নামাজ পড়ে বাইসাইকেল পেয়েছে ৫ম শ্রেণীর ছাত্র রায়য়ান। এছাড়া হাত ঘড়ি সহ নানা ধরনের উপহার পেয়েছে আরো ৩ জন শিশু কিশোর।
নামাজী শিশুদের মাঝে এসব উপহার তুলে দেন মসজিদের খতিব ও পেশ ইমাম মনিরুল ইসলাম মসজিদ কমিটির সভাপতি সমাজ প্রধান সাইফুল ইসলাম ও সাধারন সম্পাদক আব্দুল্লাহ শেখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন-মসজিদ কমিটির সাবেক সভাপতি আলমগীর হোসেন,হাবিবুর রহমান রঞ্জ, বীর মুক্তিযোদ্ধা সাচ্চু, ইঞ্জিঃ মো ইউনুস আলী, কোষাধ্যক্ষ খোকন সহ গ্রামের মুরুব্বীরা।