নাফ নদীতে স্পিডবোট ডুবি, শিশুসহ নিখোঁজ ২
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের নাফ নদের মোহনায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। এতে শিশুসহ দু’জন নিখোঁজ এবং ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে টেকনাফ গোলারচর পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ ইউএনও মোহাম্মদ আদনান চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
নিখোঁজ ব্যক্তিরা হলো-স্পিডবোটের চালক বেলাল উদ্দিন এবং সেন্টমার্টিন পূর্ব পাড়ার মো. সাদ্দাম হোসেনের মেয়ে স্মৃতি নূর আলিশা (৮)। বোটটির মালিক সেন্টমার্টিন দ্বীপের বাসিন্দা মোহাম্মদ রশিদ।
ইউএনও আদনান চৌধুরী জানান, সেন্টমার্টিন দ্বীপ থেকে দশজন যাত্রী নিয়ে ছেড়ে আসা স্পিডবোটটি শাহপরী দ্বীপের উদ্দেশে রওনা দেয়। বোটটি নাফ নদের মোহনার গোলারচর পয়েন্টে পৌঁছালে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। এতে বোটে থাকা যাত্রীরা পানিতে ভাসতে থাকেন। একপর্যায়ে স্থানীয় জেলেরা নৌকা ও একটি স্পিডবোটে ভাসমান অবস্থায় আটজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হয়। তাদের উদ্ধারে স্থানীয় জেলে ও কোস্টগার্ড সদস্যরা কাজ করছে বলে জানান ইউএনও।