নসিমন-ট্রাক সংঘর্ষে চালক ও ব্যবসায়ী নিহত, আহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২২৯ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাক এবং নসিমনের সংঘর্ষে নসিমনের চালকসহ গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতরা হলো- মিনহাজুল ইসলাম ও মোখলেসুর রহমান আমান। এ ঘটনায় ট্রাকচালক রবিউল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন।
ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা জানান, শুক্রবার (৫ জুলাই) বেলা সোয়া ২টার দিকে দিনাজপুর- গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী পৌরসভার আদর্শ কলেজ গেটের সামনে গরু বোঝাই নসিমনের সাথে ট্রাকের (ঢাকা -মেট্রো ট ১৮-৯৩৮৮) সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যায়। ৪ জন আহত হয়।
জানা গেছে, জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা থেকে আমবাড়ি হাটে গরু কিনে ৮ জন ব্যবসায়ী পাঁচবিবি বাড়ির পথে যাচ্ছিল। শুক্রবার (৫ জুলাই) দুপুর সোয়া দু টার দিকে দিনাজপুরগামী ট্রাকের সাথে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলো- রবিউল ইসলাম (৩৫), ফরিদউদ্দিন (৬০),নজরুল ইসলাম (৩৫),জয়নাল আবেদীন (৩৫)।
ফুলবাড়ী ফায়ার স্টেশনের কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার (৫ জুলাই) বেলা সোয়া ২টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে।
ফুলবাড়ী থানার ওসি মো.মোস্তাফিজার রহমান বলেন, মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে । সড়ক আইনে মামলা করা হবে।