নদীর জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণ
- সংবাদ প্রকাশের সময় : ১২:২০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ১নং ওয়ার্ডের কুঠিবাড়ী চরকান্দা গ্রামে অবৈধভাবে নদীর জায়গা দখল করে বহুতল ভবনের নির্মাণ করছেন। চরকান্দা গ্রামের রহিমের মেয়ে শিখা বেগম প্রভাব বিস্তার করে নদীর জমি গ্রাস করছে বলে অভিযোগ।
সরোজমিনে দেখা যায়, নদী দখল করে যেভাবে ভবনের নির্মাণ করা হচ্ছে। এভাবে নদী দখল ও স্থাপনা নির্মাণ করলে এক সময় কুমার নদীর অস্তিত্ব আর থাকবে না।
নদী দখল করে ভবন নির্মাণকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে অনেক ক্ষোপ সৃষ্টি হয়েছে। নাম না প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যক্তি জানায়, আমরা এই বহুতল ভবনের কাজ বন্ধসহ কুমার নদীকে বাঁচাতে প্রশাসনের প্রতি জোর দাবী জানাই।
এ বিষয়ে ভাঙ্গার পানী উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস বলেন, অবৈধভাবে নদীর জায়গা দখল করে ভবনের নির্মাণ করছে, তা আপনাদের মাধ্যমে জানতে পারলাম। নদী দখল করলে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।