সংবাদ শিরোনাম ::
নতুন সূচিতে চলবে মেট্রোরেল
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১০:১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৭৩ বার পড়া হয়েছে
মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আগামী বুধবার (১৯ জুন) থেকে অফিস সময়সূচির সাথে মিল রেখে চলবে মেট্রোরেল। বৃহস্পতিবার (১৩ জুন) ঢাকা ম্যাস ট্রানজিট ডেভেলপমেন্ট’র এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ জুন থেকে নতুন সময়সূচিতে চলবে মেট্রোরেল। এছাড়া আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিন মেট্রোরেল চলাচলের নতুন সময়ও নির্ধারণ করা হয়। এছাড়া কতক্ষণ পরপর মেট্রোরেল চলবে তা-ও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, আগামী ১৯ জুন থেকে নতুন অফিস সূচি নির্ধারণ করেছে সরকার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে অফিস। দুই বছর পর আবারও ৯টা থেকে ৫টা সূচিতে ফিরছে সরকারি অফিসগুলো। গত ৩ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।