ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সরকারের নতুন বাজেট পাস রবিবার

অর্থনৈতিক প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে অর্থবিল পাশ হবে আজ শনিবার (২৯ জুন)। রবিবার (৩০শে জুন) পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। এই বাজেট পাস হওয়ার মধ্য দিয়ে শুরু হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের নতুন অর্থবছর।

রবিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে। সোমবার (১ জুলাই) নততুন বাজেট কার্যকর হবে। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। বাজেট পাসের দিন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরতে পারেন। চলতি বাজেটে কর, ভ্যাট ও শুল্কজনিত বিষয়ে বেশকিছু পরিবর্তন এনে অর্থবিল ২০২৪ পাস হবে সংসদে।

এর আগে গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। তাতে দু’একটি বিষয় ছাড়া তেমন কোন সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে। এতে আয়কর ও কাস্টমস সংক্রান্ত কিছু পরিবর্তন হতে পারে।

এদিকে, টানা ৪ বারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। তবে বৈশ্বিক সংকটের প্রভাবে দেশের অর্থনীতিতেও বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই অবস্থায় নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আশা প্রকাশ করে বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতির চাপ থেকে দেশের মানুষকে স্বস্তি দেয়ার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আশাকরা হচ্ছে, ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে। তবে বৈশ্বিক সংকটের কারণে বাজেট বাস্তবায়নে বেশকিছু চ্যালেঞ্জের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নতুন সরকারের নতুন বাজেট পাস রবিবার

সংবাদ প্রকাশের সময় : ১২:৪৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪

জাতীয় সংসদে অর্থবিল পাশ হবে আজ শনিবার (২৯ জুন)। রবিবার (৩০শে জুন) পাস হবে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট। এই বাজেট পাস হওয়ার মধ্য দিয়ে শুরু হবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন নতুন সরকারের নতুন অর্থবছর।

রবিবার ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস হবে। সোমবার (১ জুলাই) নততুন বাজেট কার্যকর হবে। নতুন অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পদক্ষেপ থাকবে। বাজেট পাসের দিন এই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরতে পারেন। চলতি বাজেটে কর, ভ্যাট ও শুল্কজনিত বিষয়ে বেশকিছু পরিবর্তন এনে অর্থবিল ২০২৪ পাস হবে সংসদে।

এর আগে গত ৬ জুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। তাতে দু’একটি বিষয় ছাড়া তেমন কোন সংশোধনীর সম্ভাবনা নেই বলে সূত্রে জানা গেছে। এতে আয়কর ও কাস্টমস সংক্রান্ত কিছু পরিবর্তন হতে পারে।

এদিকে, টানা ৪ বারের মতো আওয়ামী লীগের নেতৃত্বে সরকারের ধারাবাহিকতা বজায় থাকায় বাজেট বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেয়া হচ্ছে। তবে বৈশ্বিক সংকটের প্রভাবে দেশের অর্থনীতিতেও বাড়তি চাপ তৈরি হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে। এই অবস্থায় নতুন বাজেটে মূল্যস্ফীতি কমানোর উদ্যোগ নেয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের বাজেটের আকার নির্ধারণ করা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আশা প্রকাশ করে বলেন, আগামী বাজেটে মূল্যস্ফীতির চাপ থেকে দেশের মানুষকে স্বস্তি দেয়ার প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। আশাকরা হচ্ছে, ৬ মাসের মধ্যে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে নেমে আসবে। তবে বৈশ্বিক সংকটের কারণে বাজেট বাস্তবায়নে বেশকিছু চ্যালেঞ্জের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।