নড়াইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১১:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
নড়াইলের কালিয়া উপজেলার ৬৬ নং পার-কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার নাজমুল আলমের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। এঘটনায় ছাত্র ছাত্রীদের অভিভাবক ও এলাকাবাসী নড়াইল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জেলা প্রশাসকসহ বিভিন্ন লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগের কপি সূত্রে জানা যায়,প্রধান শিক্ষক হিসাবে সিকদার নাজমুল আলম ২০১৮সালে পার কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যোগদানের কিছু দিন পর থেকে সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের খেয়াল খুশি মত বিদ্যালয়ে আসা যাওয়া করেন। বিদ্যালয়ের ৩ লক্ষ টাকার অস্থায়ী টিনসেড ঘর নির্মান প্রকল্প বরাদ্দ হলেও তা সঠিকভাবে বাস্তাবায়ন করেননি। বিদ্যালয়ের পুরাতন ভবন নিলামের আগে চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্র গোপনে তিনি বিক্রি করে ১৬ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
২০২৪ সালের বার্ষিক পরীক্ষার সময় সকল শ্রেনীর শিক্ষার্থীদের নিকট থেকে সরকারের দেয়া বিনামূল্যে বই জোরপূর্বক দপ্তরীর মাধ্যমে সংগ্রহ করে ও বিক্রি করে দেন। পার-কেকানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল আলমের কাছে অনিয়ম, দুর্নীতিও বই বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি সব অস্বীকার করেন।
কালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।