নওগাঁয় শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলা, আহত ১০
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪ ১৫২ বার পড়া হয়েছে
কমপ্লিট শাটডাউন চলাকালে কোটা সংস্কারের দাবিতে ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০ টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কারের দাবিতে ও দেশের বিভিন্ন স্থানে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে নওগাঁর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল ১০ টার দিকে শহরের হাট নওগাঁ উচ্চবিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গোস্তহাটির মোড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভি ও সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউলের নেতৃত্বে মিছিলকারি শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে। হামলায় ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, ন্যায্য একটা দাবিতে আন্দোলন করেছি। আর আমাদের ওপর ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মতো গুন্ডাবাহিনী নির্বিচারে হামলা চালিয়েছে।