ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

মির্জা তুষার আহমেদ,নওগাঁ 
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ ৪৯ বার পড়া হয়েছে

oplus_4194304

বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন, আরমান, সাদনান সাকিব, সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে নওগাঁর এটিএন মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এটিএন মাঠে দিনব্যাপী বিজয় মেলায় বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে বিভিন্ন স্টল ঘুরে ও দেখেন তিনি। মেলায় ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে বলেন, যারা ১৯শো একাত্তরে রক্ত দিয়ে আমাদের কে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন ও ৩৬ জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনো যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনো রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন, সকল কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও বিজয় আনন্দ মাখা মুক্তির একটি দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সম্ভাব্যময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনায় আলোকিত হতে চাই, তবে নতুন দিনের আহবান নতুন দিনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নওগাঁয় যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

সংবাদ প্রকাশের সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

নানা আয়োজনের মধ্যে দিয়ে নওগাঁয় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল, পুলিশ সুপার মোহাম্মদ কুতুব উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া রিয়াদুস সালেহীন, আরমান, সাদনান সাকিব, সহ রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক বিভিন্ন সংগঠন সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। পরে নওগাঁর এটিএন মাঠে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করা হয়।

এ সময় জেলা পুলিশের একটি দল জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন। এছাড়া নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে এটিএন মাঠে দিনব্যাপী বিজয় মেলায় বেলুন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে বিভিন্ন স্টল ঘুরে ও দেখেন তিনি। মেলায় ছিল চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার। এবার বিজয় দিবসে কর্মসূচিতে কোনো শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে না থাকায় বিজয় মেলাকে আকর্ষণীয় করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বক্তব্যে বলেন, যারা ১৯শো একাত্তরে রক্ত দিয়ে আমাদের কে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন ও ৩৬ জুলাইয়ে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছে আন্দোলনে অঙ্গ হারিয়ে আহত হয়ে হাসপাতালের বেডে এখনো যারা কাতরাচ্ছে, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এখনো রাস্তায় স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন, সকল কে গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ১৬ ডিসেম্বর আমাদের গৌরবের ও বিজয় আনন্দ মাখা মুক্তির একটি দিন। আজ থেকে ঠিক ৫৩ বছর আগে এই দিনে বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। ২০২৪ সালে প্রেক্ষাপটে দাঁড়িয়ে নতুন সম্ভাব্যময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনায় আলোকিত হতে চাই, তবে নতুন দিনের আহবান নতুন দিনের সম্ভাবনা নিয়ে এগিয়ে যেতে হবে।