নওগাঁয় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এমপি গামা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মান্দা উপজেলার বিভিন্ন রাস্তাঘাট ও হাটবাজার পরিদর্শন করেন নওগাঁ (মান্দা-৪) আসনের এমপি ব্রহানী সুলতান মামুদ গামা।
বৃহস্পতিবার (৪ জুলাই) দিনব্যাপী মান্দা উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে ভারী বৃষ্টির জনভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। চলাফেরা অনুপযোগী হয়ে পড়েছে। বেশ কয়েকটি সড়ক, বৃষ্টির পানি বাধঁ ভেঙ্গে ঢুকে পড়লে, কয়েকটি গ্রাম প্লাবিত হতে পারে ও কৃষি জমি রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি, এড়াতে এসব এলাকা পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত স্থানীয় জনতার সঙ্গে বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন বিষয়ক কথা বলেন ও যুবকদের পরামর্শ দেন। বাংলাদেশের সব থেকে বড় দুর্ঘটনা ঘটে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর কারণে। এসব দুর্ঘটনার শিকার হয়ে, বছরের পর বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ফুলের মতো সাজানো সংসার মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সারা জীবনের সব স্বপ্ন মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে। অনেকেই সারা জীবনের জন্য এতিম হয়ে যাচ্ছে। কত নারী যে স্বামী হারিয়ে অকালে বিধবা হয়েছে তার কোনো হিসাব নেই।
তাই বেপরোয়া গতিতে মোটরসাইকেল না চালানোর পরামর্শ দেন সংসদ সদস্য, ব্রহানী সুলতান মামুদ গামা। প্রায় বৎসর মান্দায় আত্রাই নদীতে ভারত থেকে আসা পানিতে নদী ওভার ফ্লো হয়ে মান্দা উপজেলার বিভিন্ন বেড়িবাঁধ ভেঙ্গে বিভিন্ন জায়গায় প্লাবিত হয় ও হাজার, হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি সাধন হয়। অতীতের কথা ভেবে সংসদ সদস্য বুরানী সুলতান গামা উপজেলা প্রকল্প অফিসার কে সাথে নিয়ে আগাম পরিকল্পনা করছেন। কিভাবে বন্যার পানি মোকাবিলা করা হবে।