নওগাঁয় জামায়াতে ইসলামী’র উদ্যোগে ইফতার মাহফিল

- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫ ৭ বার পড়া হয়েছে
নওগাঁ সদর উপজেলার হাপানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী উপ শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৪ মার্চ) হাপানিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের মনোনীত (নওগাঁ ০৫) পদপার্থী এ্যাডঃ আ.স.ম সায়েম(জেলা জজ কোর্ট,) নওগাঁ।
হাপানিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর ডাঃ এস.এম.শাহজাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, আমি রমজান মাসে ‘কোরআন’কে নাজিল করেছি। “রমযান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করবো”। আমরা প্রত্যেকে কোরআরন পড়া শিখবো,যে ভাষা আখিরাতের ভাষা। ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছাতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভাতৃত্ববোধ জাগ্রত করতে চাই।
এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধকরে এবং সমাজে শান্তি সম্প্রতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-মুমতফা খালীদ কর্ম পরিষদ সদস্য, ক্বারী মাওলানা মোঃ আজিজুর রহমান নায়েব আমীর সদর থানা, মোঃসজিব শিবির কর্মী।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্বের মুসলিম উম্মাদের জন্য বিশেষ দোয়া ও ইফতারের মধ্য দিয়ে আয়োজন সমাপ্ত ঘোষণা করা হয়।