নওগাঁয় চাচার বিরুদ্ধে ভাতিজার মাল্টা বাগান ধ্বংসের অভিযোগ (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
নওগাঁয় পারিবারিক কলহের জেরে এক চাচা তার ভাতিজার প্রায় ৩০০টি মাল্টা গাছ কেটে ফেলেছেন বলে অভিযোগ উঠেছে চাচা মোতালেবের বিরুদ্ধে। দীর্ঘ চার বছর ধরে পরিশ্রমে গড়া বাগান মুহূর্তেই ধ্বংস হয়ে যাওয়ায় অসহায় বাগান মালিক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চাচার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি স্থানীয়দের।
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার বনগ্রাম এলাকায় গত শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ওই বাগনের মালিক কাওছার জানান, তার সাথে তার চাচাদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরেই চাচা ক্ষুব্ধ হয়ে ভাতিজার মাল্টা বাগানের প্রায় ৩০০টি মাল্টা গাছ কেটে ফেলা হয়েছে। তিনি আরো বলেন,গত চার বছর ধরে নিজের সন্তানের মতো এই গাছগুলির যত্ন নিয়েছিলেন। তার কঠোর পরিশ্রমে আজ এই বাগান ফলভারে পরিপূর্ণ হয়ে উঠেছিল। চাচার এমন অমানবিক কাজ তাকে পথে বসিয়ে দিয়েছে। তিনি অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করেছেন। Voxpop,,,,1 বাগান মালিক কাওসার হোসেন।
এলাকাবাসী এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, পারিবারিক কলহের জেরে এমন ধ্বংসাত্মক কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করার সাহস না পায়। Voxpop,,,,2
তবে বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মোতালেব অভিযোগ অস্বীকার করে করে বলেন, জমিটি আমাদের যৌথ আমি পরিবারের সকলের সম্মতি নিয়েই আপোষ মীমাংসার মধ্য দিয়েই গাছগুলো কেটেছি। Voxpop,,,,,3
এই বিষয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসমত আমি বলেন, বিষয়টি আমি অবগত আছি, তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগে দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।