ধান কাটার মেশিনে শিশুর মৃত্যু, চালক গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নোয়াখালীর চাটখিলে ধান কাটার মেশিনের ধাক্কায় এক শিশু মৃত্যুর ঘটনায় চালককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতের নাম- মো.আবু ছিদ্দিক (৪৭)। তিনি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার উত্তর চর মার্টিন গ্রামের মো. সুফির ছেলে।
রোববার (২৬ মে) লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার তেমুহনী এলাকা থেকে মো.আবু ছিদ্দিককে গ্রেপ্তার করা হয়। এর আগে, চলতি মাসের ২২ এপ্রিল চাটখিল উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মামলার বরাতে র্যাব জানায়, গত ২২ এপ্রিল বিকেলে ধান কাটাতে গেলে ভিকটিম জান্নাতুল ধান কাটার মেশিনটি দেখতে যায়। একপর্যায়ে ধান কাটার রোলার মেশিনের চালক ছিদ্দিক জান্নাতুলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে সে ধান কাটার রোলার মেশিনের নিচে চাপা পড়ে জখম পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহতের বাবা হেলাল হোসেন (৪৫) বাদী হয়ে চাটখিল থানায় মামলা করেন।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানায় হস্তান্তর করা হয়েছে।