সংবাদ শিরোনাম ::
দেশের সব স্কুল-কলেজ বন্ধ
দেবব্রত দত্ত
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৩১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় দেশের সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যায় বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ বিষয়ে জানান, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই হামলা-সংঘর্ষে মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ৬ জন নিহত হয়েছে।