ঘন ঘন পাল্টাচ্ছেন স্থান
দেশেই আত্মগোপনে ছাগলকাণ্ডের মতিউর!
- সংবাদ প্রকাশের সময় : ১২:৫২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা মতিউর রহমান দেশেই আত্মগোপনে রয়েছেন। ছাগলকান্ডের পর গুঞ্জন চলছে তিনি দেশেই আছেন নাকি বিদেশ পালিয়েছেন। তবে মতিউর দেশেই আছেন। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন আলোচিত এই কর্মকর্তা। আর স্থান পাল্টাচ্ছেন ঘন ঘন।
সাবেক এনবিআর কর্মকর্তা মতিউর রহমান দেশে নাকি বিদেমে এ নিয়ে জল ঘোলা কম হয়নি। যদিও তার দেশ ছাড়ায় আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
এদিকে, মতিউরের আত্মগোপন, অফিসে যোগদান না করা নিয়ে দেশ ছাড়ার গুঞ্জন বাস্তবে রূপ নিয়েছিলো। দু’দকের আইজীবীরাও তার অবস্থানের বিষয়ে স্পষ্ট কিছু জানেন না। তবে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত দেশেই রয়েছেন মতিউর।
বেসরকারি একটি টেলিভিশনের অনুসন্ধান অনুযায়ী, মতিউর রহমানের ব্যবহৃত তিনটি মোবাইল নাম্বারের অবস্থান বিশ্লেষণে দেখা যায়, তার ব্যবহার করা গ্রামীণ ফোন নাম্বারটি গত ২৬ জুন থেকে বন্ধ। যার সর্বশেষ অবস্থান ছিলো রাজধানীর বসুন্ধরায়। এছাড়া তার রবি নাম্বারটির সর্বশেষ অবস্থান ছিলো ৪ জুলাই চট্টগ্রামের বাকালিয়ায়। সেদিন থেকে বন্ধ ওই নম্বরটিও। এছাড়া তার ব্যবহৃত বাংলালিংক নাম্বারটির সর্বশেষ অবস্থান ছিলো ৬ জুলাই বসুন্ধরা আবাসিক এলাকায়। তারপর থেকে বন্ধ ওই নম্বরটি।
এদিকে, আত্মগোপনে থাকা মতিউরের অবৈধ সম্পদের অনুসন্ধান চলছে। পাশাপাশি অবৈধ সম্পদ ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।
দু’দকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ বিষয়ে বলেন, উনি যদি সহযোগিতা না করেন, তাহলে তার বিরুদ্ধে মামলা হবে। এছাড়া পলাতক থাকা অবস্থায় বিচারকার্য চালানোর আইন আছে।