‘দেশীয় খেলাকে সমান সুযোগ দিন’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শুধু ফুটবল বল নয়, দেশিয় অনেক খেলাধুলা রয়েছে। দেশীয় লেখাধুলাকে প্রধান্য দিতে হবে। তাতে আমাদের ক্ষুদে খেলোয়াড়রা সুযোগ পেতে পারে। খেলাধুলার মধ্য দিয়েই আমাদের ছেলেমেয়েরা মেধা বিকাশের সুযোগ পাবে।
শনিবার (২০ এপ্রিল) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ ও ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে একথা বলেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক শক্তির বিকাশ ঘটায়। আনুগত্য শিক্ষা দেয়, ডিসিপ্লিন শিখায় এবং সেই সাথে সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। খেলাধুলার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি।
সরকার প্রধান আরও বলেন, খেলাধুলার বিকাশের জন্য তার সরকার দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম করে দিচ্ছে। যেন প্রতিটি উপজেলায় খেলাধুলার সুযোগ সৃষ্টি হয়।
সরকার প্রধান বলেন, আমি চাই, ছেলে-মেয়েরা যেনো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা ওর সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলতে পারে। সবাই শিক্ষা দীক্ষা খেলাধুলা সবদিক থেকে আরো উন্নত হবে, সারা বিশ্বে আমরা মাথা উঁচু করে চলবো। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে আমাদের সোনার ছেলে মেয়েরা। সবার প্রতি আমার অভিনন্দন ও আশীর্বাদ রইল।