‘দুর্যোগপ্রবণ এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০২৪ ১২২ বার পড়া হয়েছে
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ঘূর্ণিঝড় রেমালের কারণে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সিদ্দান্ত অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ থাকবে।
রোববার (২৬ মে) রাজধানীতে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটি কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়, দুর্যোগ চলাকালীন এবং দুর্যোগ পরবর্তী সময়ে সেই সব প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির নির্দেশনায় হবে। সে সময় স্থগিত থাকবে।
রোববার (২৬ মে) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান জানান, ঘুর্ণিঝড় রেমাল রোববার সন্ধ্যায় অগ্রভাগ অতিক্রম শুরু হবে। মাঝরাতে মূল ঝড় অতিক্রম করবে।
তিনি আরও জানান, স্কুল খোলা থাকবে। যাতে মানুষ এলে আশ্রয় নিতে পারে। কিন্তু ক্লাস হবে না।