দুর্নীতির সাক্ষাৎকার দেওয়ায় প্রাণনাশের হুমকি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪ ২৯১ বার পড়া হয়েছে
টাঙ্গাইলের মধুপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় প্রাণনাশের হুমকি দিচ্ছে এমন অভিযোগ করে সংবাদ সম্মেলন মনিরুজ্জামান নামে এক ব্যাক্তি।
শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১০টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মনিরুজ্জামান বলেন, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য সাংবাদিকদের নিকট প্রকাশ করায় তিনি আমার বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে আমাকে নানান ভাবে হয়রানী করছে। বিভিন্ন মাধ্যমে নানান ধরনের মানুষ দিয়ে আমাকে মেরে ফেলবে ও ক্ষতি করবে বলে ভয়ভীতি দেখাচ্ছে। আমি আমার পরিবার নিয়ে নিরাপদে বাচতে চাই। এ সময় তার সাথে তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।