দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান
- সংবাদ প্রকাশের সময় : ০৩:৩২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
নওগাঁর মান্দায় শহীদ কামরুজ্জামান টেক্সটাইল ইনস্টিটিউটের প্রিন্সিপাল আসাদুজ্জামান ও জুনিয়র ইন্সপেক্টর তহিদুর রহমান (তৌহিদ) এর পদত্যাগের দাবিতে অবস্থান নেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সেখানে দুই শিক্ষকের পেটুয়া বাহিনী ও ছাত্রলীগের হামলার শিকার হয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা।
এ সময় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা স্লোগান দেয় দফা এক দাবি এক প্রিন্সিপাল আসাদুজ্জামানের পদত্যাগ। এতে শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন গুরুতর আহত হয়।
রবিবার (২৫ আগস্ট) আহত শিক্ষার্থীরা বলেন, শান্তিপুর্ণ মিছিলে ছাত্রলীগ আমাদের উপর দেশীও অস্ত্র দিয়ে হামলা করে এর সঠিক বিচার চাই। পরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা দুই তলায় ও দুই শিক্ষকের সমর্থিত পেটুয়া বাহিনীর শিক্ষার্থী ও ছাত্রলীগ ৩য় তলায় অবস্থান নেয়। পরে সেখানে পুলিশ ও সেনাবাহিনী এসে আন্দোলনকারী শিক্ষার্থীদের বলেন, তোমাদের যে দাবি-দাবা আছে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটা স্মারক লিপি দাও প্রশাসন প্রয়োজনে ব্যবস্থা নিবে।