বাংলা টাইমসে সংবাদ প্রকাশ
দুই প্রধান শিক্ষককে শোকজ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ১০০ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিয়ম বহি:র্ভুতভাবে সরকারি প্রশিক্ষণ ফাঁকি দিয়ে শ্রমিক সংগঠনের নির্বাচনের ভোট গ্রহন কর্মকর্তার দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টদের শোকজ করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান।
অনলাইন নিউজ পোর্টাল বাংলা টাইমস-সহ র্ংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ হওয়ায় মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মওলা বিষয়টি তদন্ত করতে মাধবপুর উপজেলা শিক্ষা অফিসে আসেন। শিক্ষকদের মাসিক সমন্বয় সভায় উপস্থিত শিক্ষকদের সামনে এ অনিয়মের বিষয়ে জানতে চান।
সমন্বয় সভা শেষে উপজেলা শিক্ষা অফিসার রুমে অভিযুক্ত শিক্ষকদের জিজ্ঞাসাবাদ করেন। জানতে চাইলে মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান বলেন, অভিযুক্ত দুই শিক্ষকসহ সহকারী শিক্ষা অফিসার রফিকুল নাজিম এবং ইউ আর সি ইনস্ট্রাক্টর খায়ের মোল্লাকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
লিডারশীপ ট্রেনিংয়ের ফাঁকি দিয়ে নির্বাচনে অংশগ্রহণ ও শোকজের বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গোলাম মৌলা বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
উল্লেখ্য, গত ১৩ জুলাই সরকারি প্রশিক্ষণ শিক্ষকদের লিডারশীপ ট্রেনিং ফাঁকি দিয়ে শ্রমিক সংগঠনের নির্বাচন দায়িত্ব পালনের অভিযোগে প্রতিবেদন প্রকাশ হয়।