দুই দিনের সফরে টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী
- সংবাদ প্রকাশের সময় : ০২:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪ ৬৭ বার পড়া হয়েছে
দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৫ জুলাই) মুন্সিগঞ্জের মাওয়া প্রন্তে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগদান শেষে তিনি বিকেলে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দেবেন । সন্ধ্যায় তিনি পিতৃভূমি টুঙ্গিপাড়া পৌঁছবেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেক হাসিনার আগমন উপলক্ষে প্রশাসন, আইন শৃংখলা রক্ষাবাহিনী ও আওয়ামী লীগের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনী প্রধানমন্ত্রীর সফরকে নির্বিঘ্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরী করেছে।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীরা উজ্জিবিত। তারা এদিন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার সান্নিধ্যে যেতে পারবেন, কাছ থেকে দেখবেন, কথা বলবেন সেই আনন্দে বিভোর রয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় টুঙ্গিপাড়া পৌঁছে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানাবেন। এরপর অংশ নেবেন দোয়া-মোনাজাতে।
পরদিন শনিবার (৬ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্যকালের শিক্ষা গ্রহন করা বিদ্যাপীঠ টুঙ্গিপাড়া জিটি মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে সেখানে ‘এসো বঙ্গবন্ধুকে জানি শীর্ষক’ এ্যালবামের মোড়ক উম্মোচন করবেন তিনি । এরপর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ ও নবনির্মিত টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেট পরিদর্শন করবেন।
এছাড়া দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নেবেন বলে নেতা কর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
এদিকে, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্স ধোয়া-মোছা সহ সৌন্দর্যবর্ধনের কাজ ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সড়কে ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবু আলী খান ও সাধারণ সম্পাদক জি.এম সাহাব উদ্দিন আজম বলেন, প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়ায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। আওয়ামী লীগ সভানেত্রীকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন স্থানে ব্যানার-ফেস্টুন টাঙ্গানো হয়েছে।আমরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত।তিনি দলীয় নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচীতে অংশ নেবেন বলে আমরা আশা করছি।
জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর সফল করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। প্রশাসনের পাশাপাশি আইনশৃংখলা রক্ষা বাহিনী নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
দুই দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন বলে জানাগেছে ।