সংবাদ শিরোনাম ::
দুই ঘন্টা গ্যাস থাকবে না আজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯৭ বার পড়া হয়েছে
সাভার উপজেলার বেশ কয়েকটি এলাকায় সোমবার (২২ এপ্রিল) দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
রোববার (২১ এপ্রিল) এক বিঞ্জপ্তিতে এই তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্যাস পাইপলাইনের জরুরি কাজের জন্য সাভারের টংগাবাড়ী, আশুলিয়া, গৌরীপুর, খেজুর বাগান, খাগান, আক্রান, কুমকুমারি এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত-তিতাস গ্যাস কর্তৃপক্ষ।