দাম কমলো জ্বালানি তেলের
- সংবাদ প্রকাশের সময় : ১২:২১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৮১ বার পড়া হয়েছে
দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। তেলের দাম লিটার প্রতি এক টাকা কমিয়ে রোববার (৩০ জুন) প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম সোমবার (১ জুলাই) থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার চলতি বছরের মার্চ মাস থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করছে। এরই ধারাবাহিকতায় ডিজেল ও কেরোসিনের বিদ্যমান বিক্রয়মূল্য ১০৭.৭৫ টাকা লিটার থেকে এক টাকা কমিয়ে ডিজেল ১০৬.৭৫ টাকা করা হয়েছে। আর কেরোসিন ১০৬.৭৫ টাকা লিটারে পুনর্নির্ধারণ সমন্বয় করা হয়। তবে পেট্রোলের বিদ্যমান মূল্য ১২৭ টাকা লিটার এবং অকটেনের বিদ্যমান মূল্য ১৩১ টাকা লিটার অপরিবর্তিত রয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিল ও মে মাসের প্রজ্ঞাপনেও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিলো। তবে জুন মাসের প্রজ্ঞাপনে ডিজেল ও কেরোসিনে এক টাকা করে কমানো হয়।