ঢাকা ১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দরজা আটকে ইউপি সদস্যের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য ও তার পরিবারের শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) রাত দুইটার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের স্বজনরাদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।আগুনে দগ্ধরা হলো- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩)। এসময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ওবায়দুল খাঁন (৩৪)। তিনি তালিমুলের ছোট ভাই। বর্তমানে তারা সকলেই ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ ইউপি সদস্য তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, স্ত্রী ও শিশু সন্তানের সাথে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত দুইটার দিকে তাদের বসতঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। ওই পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করে চিকিৎসক।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সাথে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ( আবাসিক মেডিকেল অফিসার) বজলুর রশিদ টুলু বলেন, আহত তিনজনের অবস্থা খুবই আশংঙ্কাজনক তাই তাদের উন্নত চিকিৎসা জন্য ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দরজা আটকে ইউপি সদস্যের ঘরে আগুন, শিশুসহ দগ্ধ ৪

সংবাদ প্রকাশের সময় : ১১:২৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪

যশোরের ঝিকরগাছায় এক ইউপি সদস্যের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ইউপি সদস্য ও তার পরিবারের শিশুসহ ৪ জন দগ্ধ হয়েছে। বুধবার (১৪ আগষ্ট) রাত দুইটার দিকে গঙ্গানন্দপুর ইউনিয়নের কাগমারি গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের স্বজনরাদের অভিযোগ, ঘরটিতে বাইরে থেকে দরজা আটকে দিয়ে জানালা দিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।আগুনে দগ্ধরা হলো- ইউপি সদস্য তালিমুল ইসলাম খাঁন (৩৮), তার স্ত্রী মুক্তা বেগম (৩২), ছেলে মেহেমিদ খাঁন (৩)। এসময় তাদের বাঁচাতে গিয়ে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন ওবায়দুল খাঁন (৩৪)। তিনি তালিমুলের ছোট ভাই। বর্তমানে তারা সকলেই ঢাকা শেখ হাসিনা বার্ণ ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধ ইউপি সদস্য তালিমুলের ছোট ভাই ওবায়দুল জানান, স্ত্রী ও শিশু সন্তানের সাথে রাতে ঘরেই ঘুমিয়ে ছিল তালিমুল। রাত দুইটার দিকে তাদের বসতঘরে হঠাৎ দাউ দাউ করে আগুন জলতে দেখা যায়। ঘরের দরজার বাইরের সিটকিনিতে লোহার তার দিয়ে আটকানো ছিল। পরে ঘরের দরজা ভেঙে সবাইকে বের করা হয়। ওই পরিবারের সকলে অগ্নিদগ্ধ হয়। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে ভোররাতে ঢাকা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে রেফার করে চিকিৎসক।

তিনি আরও জানান, ঘরের মধ্যে কোন রাসায়নিক দ্রব্য দিয়ে আগুন জ্বালানো হয়েছিল। পুরো ঘরে আগুন উড়ছিল, সাথে বিকট গন্ধে দম বন্ধ হয়ে আসছিল।

যশোর জেনারেল হাসপাতালের আরএমও ( আবাসিক মেডিকেল অফিসার) বজলুর রশিদ টুলু বলেন, আহত তিনজনের অবস্থা খুবই আশংঙ্কাজনক তাই তাদের উন্নত চিকিৎসা জন্য ঢাকা বার্ন ইউনিটে রেফার করা হয়েছে।

ঝিকরগাছা থানার (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কাগমারি গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধ তিনজন ঢাকায় চিকিৎসাধীন আছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা প্রক্রিয়াধীন।