থানা পর্যায়ে কমিটি করবে জাতীয় নাগরিক কমিটি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪ ২২ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক কমিটি থানা পর্যায়ে কমিটি করবে । শনিবার (২ নভেম্বর) এ সংক্রান্ত একটি নির্দেশনা নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী।
জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ের কমিটি গঠনের নির্দেশনায় বলা হয়েছে—
জাতীয় নাগরিক কমিটির সকল থানা পর্যায়ের কমিটি ‘প্রতিনিধি কমিটি’ হিসেবে পরিচিতি পাবে।
প্রতিনিধি কমিটির সকলে থানা প্রতিনিধি নামে পরিচিতি পাবে।
প্রতিটি প্রতিনিধি কমিটি গঠনের ৬০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
জেলা পর্যায়ের থানা কমিটির সর্বনিম্ন সদস্য সংখ্যা হবে ২১ জন এবং মহানগরের থানা কমিটি সর্বনিম্ন ৩১ জন হবে।
সকল কমিটিতে সর্বনিম্ন ২৫ শতাংশ নারী, ৫ শতাংশ শহীদ পরিবার বা আহত অভ্যুত্থানকারী, ৫ শতাংশ সংখ্যালঘু, ৫ শতাংশ কৃষক, শ্রমিক শ্ৰেণি এবং এলাকাভিত্তিক সকল জাতিসত্ত্বার প্রতিনিধিত্ব রাখতে হবে। প্রতিনিধি কমিটি হতে আহবায়ক কমিটিতে রূপান্তরিত হতে হলে সকল ক্রাইটেরিয়া পূরণ করতে হবে।
সর্বোপরি শিক্ষক, আইনজীবী, লেখক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, গৃহিণী ও ধর্মীয় ক্ষেত্রে তরুণ (বয়স অনূর্ধ্ব ৫০) নেতৃত্বের সমন্বয় করতে হবে।
পঞ্চাশোর্ধ সম্মানিত নাগরিকগণ একটি পরামর্শক কমিটির মাধ্যমে জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করবেন।
থানা পর্যায়ের কমিটিতে থাকার ক্ষেত্রে উক্ত থানার বাসিন্দা হতে হবে।
আওয়ামী ফ্যাসিবাদের কোন অংশীজন বা সুবিধাভোগী কমিটিতে থাকতে পারবে না। অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করতে হবে।
ছাত্ররা নাগরিক কমিটির মাধ্যমে রাজনৈতিক দল করবে কি না এ নিয়ে নানা প্রশ্ন ও গুঞ্জন রয়েছে। তবে সংগঠনটি বলেছ, ফ্যাসিবাদি ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের চলমান লড়াই সফল করতে চায় তারা। এ লক্ষ্যে ছাত্র-জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গত ৮ সেপ্টেম্বর নাসিরুদ্দিন পাটোয়ারীকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করেছে ৫৫ সদস্যের জাতীয় নাগরিক কমিটি।