সংবাদ শিরোনাম ::
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
পঞ্চগড় প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। তারা হলো- ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪)।
বুধবার (৮ মে) সকালে তেঁতুলিয়া উপজেলার সীমান্ত পিলার ৪৪৬/১৪ আর এর নিকট খয়খাটপাড়া দরগাসিং এলাকায় বিএসএফ ক্যাম্পের টহল দলের গুলিতে তাদের মৃত্যু হয়।
পুলিশ ও বিজিবি জানায়, বুধবার সকালে তেঁতুলিয়ার রনচন্ডি এলাকার দরগাসিং সীমান্ত এলাকায় দুটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা বিজিবি ও পুলিশকে খবর দেয়।
এদিকে, মরদেহ ভারতে নিয়ে গিয়েছে বিএসএফ। মৃতরা অবৈধভাবে গরু আনতে তারাকাটা কেটে ভারতের প্রবেশের চেষ্টা করছিল।
পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান জানান, ভারতের অভ্যন্তরে দুই বাংলাদেশী যুবক মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।