সংবাদ শিরোনাম ::
তিন ডাকাত গ্রেপ্তার, ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার
ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
- সংবাদ প্রকাশের সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪ ৫৩ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ শরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় একটি ব্যাটারি চালিত ভ্যান উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান।
গ্রেপ্তারকৃতরা হলো-মনোয়ার হোসেন (২৪), আরিফুল ইসলাম আরিফ (২৪) ওলিটন আলী ভুট্টু (২০)।
বুধবার (২৪ জুলাই) সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর দিক-নির্দেশনায় এসআই আব্দুল রাজ্জাক এর নেতৃত্বে চাঁপাইনবাবগঞ্জের শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা রুজু শেষে আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।