ঢামেক থেকে সিএমএইচে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:২৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো আসাদুজ্জামান জানান, ঢামেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে দেখতে শত শত মানুষ আসছে। তাকে অবজারভেশনে রেখে বিশ্রাম নিশ্চত করা দরকার। এ কথা কেউ কথা শুনছে না। তাই তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হচ্ছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে তাকে ঢামেক থেকে সিএমএইচে নিয়ে যাওয়া হয়। হাসনাত আব্দুল্লাহ শঙ্কা মুক্ত কি না, এমন প্রশ্নের জবাবে ঢামেক পরিচালক বলেন, আরো ৪৮ ঘণ্টা তাকে অবজারভেশনে রাখতে হবে।
এর আগে রোববার (২৫ আগস্ট) সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হন হাসনাত আব্দুল্লাহ। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়।
এর আগে রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম নিজেদের ফেসবুক পোস্টে তাদের আটকে রাখার বিষয়টি জানালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হতে থাকে। এরপর রাত ৯টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশে যাত্রা করে।
দুই সমন্বয়কের পাশাপাশি আনসার সদস্যদের আন্দোলনের মধ্যে অবরুদ্ধ হন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভা কর্মকর্তা-কর্মচারী।