ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাবির ৬ হল রাজনীতিমুক্ত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট মুহাম্মদ জহুরুল হকসহ নারীদের পাঁচ হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কোটাবিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থীদের একাট্টা দাবির মুখে হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতিমুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা দিতে বাধ্য হন।

রাজনীতিমুক্ত হলগুলো হলো- কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল।

জানা গেছে, মঙ্হগলবার (১৬ জুলাই) রাতে প্রথম রোকেয়া হলে সব ধরনের রাজনীতিমুক্ত হল ঘোষণা করা হয়। এছাড়া, এই হল থেকে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক বের করে দেয়ার ঘটনা ঘটে।

সূত্রমতে, মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনাঘটে। ১০টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে, হাউস টিউটররা তাদের প্রটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। এরপর শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কক্ষ থেকে তাদের বের করে দেন।

নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীরা লিখিত নেন। তাতে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা এ মর্মে লিখিত নিচ্ছি যে, রোকেয়া হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো।

এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল,শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও জহুরুল হক হলের প্রাধ্যক্ষ নিজ নিজ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে অঙ্গীকারনামা দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢাবির ৬ হল রাজনীতিমুক্ত ঘোষণা

সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট মুহাম্মদ জহুরুল হকসহ নারীদের পাঁচ হলকে রাজনীতিমুক্ত ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (১৬ জুলাই) রাতে কোটাবিরোধী আন্দোলনে সমর্থনকারী শিক্ষার্থীদের একাট্টা দাবির মুখে হলের প্রাধ্যক্ষরা ছাত্র রাজনীতিমুক্ত করে শিক্ষার্থীদের অঙ্গীকারনামা দিতে বাধ্য হন।

রাজনীতিমুক্ত হলগুলো হলো- কবি সুফিয়া কামাল হল, শামসুন নাহার হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল।

জানা গেছে, মঙ্হগলবার (১৬ জুলাই) রাতে প্রথম রোকেয়া হলে সব ধরনের রাজনীতিমুক্ত হল ঘোষণা করা হয়। এছাড়া, এই হল থেকে ১০ ছাত্রলীগ নেতাকর্মীকে কোটাবিরোধী সাধারণ শিক্ষার্থী কর্তৃক বের করে দেয়ার ঘটনা ঘটে।

সূত্রমতে, মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনাঘটে। ১০টায় প্রবেশের শেষ সময় থাকলেও ছাত্রলীগের নেত্রীরা নির্ধারিত সময়ের পরে হলে প্রবেশ করতে চাইলে শিক্ষার্থীদের সাথে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে, হাউস টিউটররা তাদের প্রটোকল দিয়ে কক্ষে পৌঁছে দেন। এরপর শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে কক্ষ থেকে তাদের বের করে দেন।

নেত্রীদের হল থেকে বের করে দিয়ে প্রাধ্যক্ষের কাছ থেকে সাধারণ শিক্ষার্থীরা লিখিত নেন। তাতে বলা হয়, আমরা রোকেয়া হলের মেয়েরা এ মর্মে লিখিত নিচ্ছি যে, রোকেয়া হলের অভ্যন্তরে সব ধরনের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হলো।

এরপর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, সুফিয়া কামাল হল,শামসুন নাহার হল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও জহুরুল হক হলের প্রাধ্যক্ষ নিজ নিজ হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে অঙ্গীকারনামা দেন।