ঢাবির কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, ফেল ৮৯.৯৩ শতাংশ
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ১৬৪ বার পড়া হয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ১ম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। চলতি বছর এ ইউনিটে পাসের হার ১০.০৭ শতাংশ। আর ফেল করেছে ৮৯.৯৩ শতাংশ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলেএই ফল প্রকাশ করা হয়। উপাচার্য অধ্যাপক ড. এ. এস. এম.মাকসুদ কামাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
চলতি বছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে আসন সংখ্যা ২ হাজার ৯৩৪ টি। এরমধ্যে মানবিকে শিক্ষার্থীদের জন্য এক হাজার ৭০৭টি। আর বিজ্ঞান বিভাগের জন্য ৯৪৪ টি আসন এবং ব্যবসা শিক্ষার জন্য বরাদ্দ রয়েছে ২৮৩টি আসন।
এসব আসনের বিপরীতে ১ লাখ ১২ হাজার ২২৫ শিক্ষার্থী আবেদন করেন। পরিক্ষায় অংশগ্রহণ করেন এক লাখ ২ হাজার শিক্ষার্থী। পরীক্ষায় পাস করেছে দশ হাজার ২৭৫ জন। মোট পরীক্ষার্থীর মাত্র ১০.০৭ শতাংশ।
খুলনা এম এম সিটি কলেজের প্রিয়ন্তি মন্ডল এ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছেন। এসএসসি ও এইচএসসিতে জিপিএসহ ভর্তি পরীক্ষায় পেয়েছেন ১০৫ দশমিক ২৫ নাম্বার।