‘ড. ইউনূসের বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি রাষ্ট্রদোহিতার শামিল’
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার ইস্যুতে চলমান ঘটনা নিরসনে বিদেশি রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রোদ্রোহিতার শামিল বলে মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা সাংবাদিকদের বলেন তিনি।
এ সশয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, পত্রিকায় ড. মুহাম্মদ ইউনূস সাহেবের একটি বিবৃতি দেখেছি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মানুষ মারা গেছে। শুধু তাই নয়, বিশ্ব নেতাদের এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। অর্থাৎ, আমাদের দেশের অভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদের তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। যা রাষ্ট্রবিরোধী।
ড. হাছান মাহমুদ বলেন, এমন অবস্থায় গুজব রুখতে বিদেশে বাংলাদেশি মিশনগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। নিজস্ব কনটেন্ট বানিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা আমাদের মিশনগুলোকে এই বিষয়ে সতর্ক করেছি।
মন্ত্রী আরও বলেন, ছাত্রদের আন্দোলনের নামে বিএনপি-জামায়াতের চালানো ধ্বংসযজ্ঞ ও অগ্নিসন্ত্রাসের শিকার স্থানগুলো কূটনীতিকদের ঘুরে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। যেসব স্থাপনা ধ্বংস করা হয়েছে, সেখানে তাদের আমরা প্রয়োজনে নিয়ে যাবো। আমরা বুধবার (২৪ জুলাই) এরর আয়োজন করতে যাচ্ছি।