সংবাদ শিরোনাম ::
ড্রেন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
আজিজুল হক সরকার, ফুলবাড়ী (দিনাজপুর)
- সংবাদ প্রকাশের সময় : ০৩:২৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ১৩১ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ীতে ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ জুলাই) সন্ধ্যা পোনে ৭টার দিকে পৌর শহরের সুজাপুর বউ মেলা এলাকার থেকে পুলিশ ৪০ বছর বয়স্ক ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর বউ মেলা এলাকা সংলগ্ন ড্রেনের মধ্যে থেকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে মৃত ব্যক্তি উপজেলার শিবনগর ইউনিয়নের গঙ্গাপ্রসাদ গ্রামের বলে প্রাথমিকভাবে জানা গেছে ।
ফুলবাড়ী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, উদ্ধার হওয়া মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছরের মতো হবে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় অস্বাভাবিক মৃতু্যর মামলা করা হবে।