ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএনসিসি’র বিশেষ অভিযান
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪ ৬৫ বার পড়া হয়েছে
ডেঙ্গু প্রতিরোধে শুরু হয়েছে সপ্তাহব্যাপী মশক নিধন কার্যক্রম। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম। ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচি।
এ সময় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, হাস্পাতাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীর তথ্য-উপাত্ত নিয়ে সেসব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করবে ডিএনসিসি। যেসব এলাকায় কাউন্সিলর নেই, সেসব এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তারা মনিটরিং করবে। সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধর্মীয় প্রতিষ্ঠানসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রচারণা চালানো হবে।
উল্লেখ্য, রাজধানীসহ দেশজুড়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু ঢাকা নয়, এবার আক্রান্তের সংখ্যা বাড়ছে রাজধানীর বাইরেও। চলতি বছরের শুরু থেকে বুধবার (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গুতে ১১৯ জন মারা যায়।