ঢাকা ১০:৪১ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে ৩৫৬ ইস্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নই এবারের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শনিবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। রোববার (৩ মার্চ) চারদিনের ডিসি সম্মেলন শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

মাহবুব হোসেন বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসন কীভাবে কাজ করবে, তা নীতি নির্ধারকরা বলবেন। আর বাস্তবায়নে অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরবেন জেলা প্রশাসকেরা।

ডিসি সম্মেলন ৩৫৬টি ইস্যু নিয়ে আলোচনা হবে বললে জানান মাহবুব হোসেন। বলেন, এবার সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের, ২২টি।

জেলা প্রশাসক সম্মেলন হবে ৩০ অধিবেশনে। এরমধ্যে কার্যাধিবেশন হবে ২৫টি। অংশ নেবে ৫৬ বিভাগ ও সংস্থা।

আর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদেশে থাকায় এবার জেলা প্রশাসকদের সঙ্গে তার সাক্ষাৎ পর্ব থাকছে না। এদিকে বেইলি রোডে আগুনের দগ্ধ হয়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর পর আগুনের বিষয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে কোনো এজেন্ডা থাকছে কিনা- এই প্রশ্ন করা হয় মন্ত্রিপরিষদ সচিবকে।

এর জবাবে তিনি বলেন, আগুনের মতো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত যেকোনো বিষয় এজেন্ডাতে না থাকলেও সংশ্লিষ্টরা সে বিষয়ে নির্দেশনা দেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে ৩৫৬ ইস্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৫:০১ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়নই এবারের জেলা প্রশাসক বা ডিসি সম্মেলনে গুরুত্ব পাবে। এমনটাই জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

শনিবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। রোববার (৩ মার্চ) চারদিনের ডিসি সম্মেলন শুরু হয়ে চলবে বুধবার পর্যন্ত।

মাহবুব হোসেন বলেন, এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মাঠ প্রশাসন কীভাবে কাজ করবে, তা নীতি নির্ধারকরা বলবেন। আর বাস্তবায়নে অগ্রাধিকারের বিষয়টি তুলে ধরবেন জেলা প্রশাসকেরা।

ডিসি সম্মেলন ৩৫৬টি ইস্যু নিয়ে আলোচনা হবে বললে জানান মাহবুব হোসেন। বলেন, এবার সবচেয়ে বেশি প্রস্তাব রয়েছে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের, ২২টি।

জেলা প্রশাসক সম্মেলন হবে ৩০ অধিবেশনে। এরমধ্যে কার্যাধিবেশন হবে ২৫টি। অংশ নেবে ৫৬ বিভাগ ও সংস্থা।

আর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদেশে থাকায় এবার জেলা প্রশাসকদের সঙ্গে তার সাক্ষাৎ পর্ব থাকছে না। এদিকে বেইলি রোডে আগুনের দগ্ধ হয়ে প্রায় অর্ধশতাধিক মানুষের মৃত্যুর পর আগুনের বিষয়ে জেলা প্রশাসকদের সম্মেলনে কোনো এজেন্ডা থাকছে কিনা- এই প্রশ্ন করা হয় মন্ত্রিপরিষদ সচিবকে।

এর জবাবে তিনি বলেন, আগুনের মতো দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত যেকোনো বিষয় এজেন্ডাতে না থাকলেও সংশ্লিষ্টরা সে বিষয়ে নির্দেশনা দেবেন।