ঠাকুরগাঁওয়ে পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৯:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৮ জুলাই) দুপুরে জেলা সদরের পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, একই প্রতিষ্ঠানে দ্বৈতনীতি প্রত্যাহার, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও শিফটিং ডিউটি চালুর জন্য প্রয়োজনীয় লাইনম্যান নিয়োগ, শ্রেণিপ্রথা বিলুপ্ত করে সরকার ঘোষিত গ্রেডিং প্রথা চালু, বাপবিবো ও সমিতির একই ও অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন, বৈষম্য দূরীকরণ, বিলিং সহকারী ও লাইন শ্রমিকদের চাকরি নিয়মিতকরণ এবং প্রধানমন্ত্রী ঘোষিত ৫% বিশেষ প্রণোদনা জুলাই ২০২৩ হতে বাস্তবায়নসহ নানা দাবি তুলে ধরেন তারা।
মানববন্ধনে তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। কোনো বোনাস দেয়া হয় না। এমনকি কর্মঘণ্টারও নিশ্চয়তা নেই। নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, অবকাঠামো নির্মাণ, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা, পলিসি প্রণয়নে অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার কারণে গ্রাহকরা সুফল হতে বঞ্চিত হচ্ছেন। যে কারণে বৈষম্য দূরীকরণ, অভিন্ন চাকরিবিধি বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
তাদের কর্মবিরতির ফলে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে। আর তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসুচি প্রদানের হুশিয়ারি উচ্চারণ করেন তারা।