ঠাকুরগাঁওয়ে ‘এ’ ক্যাপসুল খাবে ২ লক্ষাধিক শিশু
- সংবাদ প্রকাশের সময় : ০৫:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ১২৪ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ে দুই লাখ ৩৩ হাজার ৬শ ৪৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : বাংলাদেশিদের জন্য ভিসা উন্মুক্ত করলো ওমান
বৃহস্পতিবার ( ৩০ মে) দুপুরে সিভিল সার্জন সভাকক্ষে ভিটামিন-‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। পহেলা জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলায় ১৩৬৪টি কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
ঠাকুরগাঁওয়ে ৬-১১ মাস বয়সি শিশুর সংখ্যা ২৭ হাজার ৬ শ ১৫ জন। এসব শিশুদের নীল রংঙের ক্যাপসুল খাওানো হবে।এছাড়া ১২-৫৯ মাস বয়সি শিশুর সংখ্যা ২০ লাখ ৬ হাজার ৩০ জন। শিশুদের লাল রংঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এ সময় উপস্থিত ছিলেন- ডা. মোঃ ইফতে খাইরুল ইসলাম (স্বাস্থ্য) মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিসার ঠাকুরগাঁও। ডা. আহমেদ সেলিম,ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার ও জেলার বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।