টেকনাফ-সেন্টমার্টিন রুটে নৌযান চলাচল শুরু
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪ ৬২ বার পড়া হয়েছে
সাত দিন বন্ধ থাকার পর টেকনাফ-সেন্টমার্টিন রুটে বিজিবি ও কোস্ট গার্ডের সহায়তায় ট্রলার চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ৩টায় সেন্টমার্টিন থেকে ট্রলারযোগে প্রায় তিন শতাধিক মানুষ টেকনাফে এসেছে।
একই ট্রলারে করে বিকেল সাড়ে ৪টার দিকে ৩০০ যাত্রী টেকনাফ থেকে রওনা দেয় সেন্টমার্টিনের উদ্দ্যেশে। তবে পণ্যবাহী কোনো ট্রলার সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন, টেকনাফ ইউএনও মো. আদনান চৌধুরী।
তিনি বলেন, বৃহস্পতিবার (১৩ জুন) দুপুর ১টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি ঘাট থেকে তিনটি ট্রলার যোগে বিজিবি ও কোস্ট গার্ডের নিরাপত্তার মাধ্যমে ৩০০ শতাধিক মানুষ টেকনাফের উদ্দেশে রওনা দেন। বেলা ৩টার দিকে ট্রলারগুলো টেকনাফের মুন্ডার ডেইল সাগর উপকূলে পৌঁছে।
সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম জানিয়েছেন, গত সাতদিন দ্বীপে আসা-যাওয়া বন্ধ থাকায় দ্বীপের খাদ্য পণ্য সংকট দেখা দিয়েছে। এখন বিকল্পভাবে ট্রলার চলাচল শুরু হওয়ায় স্বস্তি মিলছে।