সংবাদ শিরোনাম ::
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গার মৃত্যু
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) দুপুর ৩টার দিকে আহত অবস্থায় মোহাম্মদ আয়াছকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের এক নাগরিককে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। মৃত রোহিঙ্গাকে নিয়ে যারা এসেছিল তারা পালিয়ে গেছে।
এর আগে গত ২২ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণে আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিলো।