সংবাদ শিরোনাম ::
টেকনাফে ২.১১৭ কেজি আইস
কক্সবাজার প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:১১:২৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০২৪ ৭০ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফ সাবরাংয়ের হাড়িয়াখালি এলাকায় অভিযান চালিয়ে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
বিজিবি জানায়, শনিবার (২৯ জুন) রাত ১০টার দিকে সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৪ হতে আনুমানিক ৮০০ গজ দক্ষিণ-পশ্চিম দিকে হাড়িয়াখালি এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে আইসের ব্যাগ ফেলে কারবারিরা পালিয়ে যায়। এসময় ব্যাগের ভিতর থেকে ২.১১৭ কেজি ক্রিস্টাল মেথ আইস এবং একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। চোরাকারবারীদের শনাক্ত করার জন্য ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে ।