টিফিনের টাকায় ছিন্নমূল শিশুদের পাশে ‘দশমিক’
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৭৬ বার পড়া হয়েছে
টিফিনের টাকা বাঁচিয়ে ছিন্নমূল মানুষের জন্য কাজ করছে শিক্ষার্থীদের সংগঠন দশমিক। টাঙ্গাইলের ছিন্নমূল মানুষ নিয়ে সংগঠিত দশমিক ফাউন্ডেশন। সারা বছরই ছিন্নমূল মানুষের পাশে থেকে সাধ্যমতো সহযোগিতা করতে অগ্রগামী স্বেচ্ছাসেবী ওই শিক্ষার্থীরা।
লেখাপড়ার পাশাপাশি সেবামূলক কাজের গতিকে ত্বরান্বিত করতে সম্প্রতি বনভোজনের আয়োজন করা হয়। এই প্রতি ভোজের মাধ্যমে সবাই মিলে আনন্দ ভাগ করে নিয়েছে। নিজেরা রান্না করে খেয়েছে, মিউজিক্যাল চেয়ার খেলা, বালিশ পাসিং, সবাই মিলে বেশ ভালো মুহুর্ত কাটিয়েছে। এরপর দশমিক এর (২০২৪-২০২৫) নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দশমিক ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ রাশেদ খান মেনন (রাসেল), সভাপতি মিনারুল ইসলাম, সহ-সভাপতি আশিকুর রহমান, সহ-সভাপতি প্রভা, মহাসচিব আমেনা আক্তার তিলোত্তমা, সাংগঠনিক সম্পাদক নিলয় সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমাইয়া সিকদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক স্নিগ্ধা, কোষাধ্যক্ষ মিমি, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ওয়াসফিয়া পদ্ম, দপ্তর সম্পাদক তানভীর, কার্যকারী সদস্য, রুদ্র, ইয়াসীন, কাওসার, রবিন, সুইটি, সেজুতি, শান্তা, মাহিম, নূন, হাবিবা, তানহা, পিয়াল, শুভ, জয় ‘সহ অন্যান্য সদস্যরা।