টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে মাধবপুরে ব্যাপক ক্ষতি
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪ ৯৯ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে বাঁধ ভেঙ্গে বাড়িঘর, কৃষি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন মানুষ।
জানা গেছে, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে উপজেলার আন্দিউড়া, শাহজাহান পুর, নোয়াপাড়া, আদাঐর ও ছাতিয়াইন ইউনিয়নের কৃষি জমির ফসল, পুকুরের মাছ, ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়ছে।
আন্দিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:আতিকুর রহমান জানান, উপজেলার আন্দিউড়া ইউনিয়নের কাচা রাস্তা নষ্ট হয়ে গেছে, পাকা রাস্তাগুলোও ক্ষতি হয়ছে। একশো একর সবজির খেত পানিতে তলিয়ে গেছে। পানিতে ডুবে পুকুরের মাছ বেরিয়ে গেছে। আন্দিউড়া ইউনিয়নের সাথে যোগাযোগর একমাত্র পাকা সড়কটি নষ্ট হয়ে গেছে।
নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ সোহেল জানান, কড়রা ছড়ার বাঁধ ভেঙ্গে বেশকিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বেঙ্গাডুবাসহ দুটি গ্রামে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল জানিয়েছেন, সোনাই নদীর বাঁধ ভেঙ্গে পানি ঢুকে আন্দিউড়া ইউনিয়নের কিছুঘেরবাড়ি ও কৃষি জমির ক্ষতি হয়েছে। এরমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। বৃহস্পতিবার (২০ জুন) থেকে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু হবে।