ঝিকরগাছায় সেবা’র উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫ ৮ বার পড়া হয়েছে
ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র উদ্যোগে গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী, বিধবা ও স্বামী পরিত্যাক্তা প্রায় ৫শতাধিক মহিলাদের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শক্রবার (২৮র্মাচ) সকাল সাড়ে ১০টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার মাঠে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যশোর রাইটস এর নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হায়ার এডুকেশন এন্ড রিসার্চ ডাইরেক্টর প্রফেসর ডক্টর মো. আমিনুর রহমান।
সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সার্বিক তত্ত¡াবধানে, অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দরা ছিলেন, বিশিষ্ট সমাজসেবক এ কে এম শফিউল আজম রুমি, ঝিকরগাছা মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দীন, ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মুহিব্বুল ইসলাম, সাপ্তাহিক গ্রামের সংবাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো. আব্দুল মুন্নাফ, যশোর নাগরিক অধিকার আন্দোলন কমিটির কো-অর্ডিনেটর মাসুদুজ্জামান মিঠু, ঝিকরগাছা এস.কে ক্লিনিক পরিচালক মো. হাবিবুর রহমান হাবিব, পানিসারা মীর লুৎফুর রহমান ্এতিমখানার সাধারণ সম্পাদক মীর ফারুক আহম্মদ ও যশোর জেলা হ্যাচারী মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদ গোলদার।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঝিকরগাছার স্বেচ্ছাসেবী সংগঠন সেবা’র সহ-সভাপতি আলী শাহ, দৈনিক বাংলার ভোর পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি সাংবাদিক তারিক মোহাম্মদ, সাদা মনের মানুষ সায়েদ আলী, ঊষার আলো স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিএম সাগর হুসাইন, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘের সভাপতি হুমায়ুন কবির মুন্না, শাহাবুদ্দিন মোড়ল, সুজন মাহমুদ, সুমন হোসেন, মাসুম বিল্লাহ,সাব্বির শোভন, দাউদ হোসেন, মাসউদুল সুমন ও তৌহিদ রাফিন।
ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্বে ছিলেন, খোরশেদ আলম, আশরাফুল ইসলাম, কবির আহম্মেদ, নাছিম উদ্দিন, সুমাইয়া আক্তার, আখি ইসলাম, নাজমুল হোসেন, যুবায়ের হক, যুবরাজ ও রাসেল মাহমুদ। সহযোগীতায় ছিলেন, মীর পরিবার ও পানিসারা ও বর্ণীল সমাজ কল্যাণ ফাউন্ডেশন বর্ণী। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিলো বিশেষ কিছু মহিলাদের নামাজের হিজাব এবং চাল, পেয়াঁজ, আলু, সেমাই, সুজি, নুডুলস, তেল ও চিনি।