সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
ঝালকাঠি প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
গণ আন্দোলনে সরকারের পতনের পর দেশজুড়ে হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান,ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানে লুটপাট, ভাংচুরের প্রতিবাদে হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ঝালকাঠিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ আগস্ট) বিকাল ৪ টায় ঝালকাঠি ফায়ার সার্ভিস মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সহস্রাধিক সনাতন র্ধমাবলম্বী নারী-পুরুষ এতে অংশ নেয়। সভায় হিন্দু সম্প্রদায়ের ১০ দফা দাবী বাস্তবায়ন করার আহবান জানানো হয় এবং যে সব মুসলিম ভাইয়েরা সম্প্রীতি রক্ষায় কাজ করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের সেক্রেটারী অলোক সাহা, বাউল শুভ, বিষ্ণু সাহা, অসিত কুমার সাহা, মনোতোষ মিত্র ও আশিষ ভট্রাচার্য প্রমুখ।